Tuesday, May 4, 2021

কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে প্রধান শিক্ষকের বিস্কুট বিতরণ https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করছেন গুণী প্রধান শিক্ষক মুজিবুর রহমান। মঙ্গলবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষকে সাথে নিয়ে এ বিস্কুট বিতরণ করেন। সাথে শুভেচ্ছা স্বরূপ গোলাপ ফুল ও মাস্ক উপহার দেওয়া হয়।
এই বিস্কুটপ্রাপ্তিতে শিক্ষার্থীরা ও অভিভাবকগণ ভীষণ খুশি। প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। স্কুল চলাকালীন সময়ে বিস্কুট প্রতিদিন মাথা পিছু এক প্যাকেট দেওয়া হতো। কিন্তুু স্কুল বন্ধ হওয়ার কারণে প্রতিদিন এক প্যাকেট বিস্কুট দেওয়া সম্ভব হচ্ছে না।
এজন্য মাসে ৩০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। তিনি আরো বলেন, ৮২৫ জন শিক্ষার্থীদের মাঝে ত্রিশ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে। বিস্কুট বিতরণ কালে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকদের গুগল মিট অ্যাপস ডাউনলোডের তাগিদ দেন।
যাতে শিক্ষার্থীরা বাড়ি বসে অনলাইনে ক্লাস করতে পারে। তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে সবধরনের কাজ করবেন। যতদিন স্কুল না খুলবে ততদিন বাড়ি বাড়ি বিস্কুট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

The post কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে প্রধান শিক্ষকের বিস্কুট বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33gzb1H

No comments:

Post a Comment