Wednesday, May 26, 2021

দুটি মরা গাছের কারণে সাতক্ষীরা-বৈকারী সড়কে ঝুকি নিয়ে চলছে মানুষ https://ift.tt/eA8V8J

সেলিম হোসেন: দুটি মরা গাছের কারণে পথচারীরা রাস্তায় চলছে ঝুকি নিয়ে। গাছ দুটির একটি রাস্তার উপরই হেলে পড়ে রয়েছে। দেখলে মনে হয় এই বুঝি মাথার উপর ভেঙে পড়লো। গাছ দুটির অবস্থান সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সড়কের কাশেমপুর হাজামপাড়ার নিকট।

স্থানীয়রা জানান, বৈকারী সড়কে কাশেমপুর হাজামপাড়া নামকস্থানে জেলা পরিষদের দুটি গাছ মরে যাওয়ায় গাছের তলা দিয়ে সড়কে পথচারীরা ঝুকি নিয়ে চলাচল করে আসছে। তাছাড়া এই দুটি গাছের পাশে রয়েছে বিদ্যুৎতের লাইনের খুটি ও তার। এই মরা গাছের কারনে যে কোনো সময় ঝড় হাওয়া হলে দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসি। মরা গাছ দুটি জরুরীভাবে অপসারণ করে নেওয়ার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

The post দুটি মরা গাছের কারণে সাতক্ষীরা-বৈকারী সড়কে ঝুকি নিয়ে চলছে মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fkElQT

No comments:

Post a Comment