Monday, May 24, 2021

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন শাহ আলমসহ পাঁচ আইনজীবী https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলম ও চারজন আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দু’টি মামলায় জামিন লাভ করেছেন। সোমবার তারা সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারক মোঃ হুমায়ুন কবীর তাদের প্রত্যেককে দু’ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ এপ্রিল সাতক্ষীরা দায়রা জজ আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন আশাশুনি থানার একটি ধর্ষণ মামলায় জামিন শুনানীকালে জামিনের বিরোধিতা করায় আসামীপক্ষের আইনজীবী সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলেন।

এর পরপরই জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফের নেতৃত্বে কয়েকজন আইনজীবী এড. এম শাহ আলমের ল’ চেম্বারে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। আহত হন এড. শাহ আলম। ২৮ এপ্রিল আব্দুল লতিফ বাদি হয়ে এড. শাহ আলমের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় সোমবার মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পান।

এ ছাড়া গত বছরের ৬ অক্টোবর জনৈক লিয়াকত হোসেনের গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন লেখা ঝুলিয়ে ছবি তুলে ফেইসবুকে ছেড়ে দিয়ে ভীত সন্ত্রস্ত ও সম্মানহানি করার অভিযোগে গত ১২ মে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন লিয়াকত হোসেন।

মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, এড. সিরাজুল ইসলাম (৫), এড, তারিক ইকবাল তপু, এড. শাহেদুজ্জামান শাহেদ, এড. ফুয়াদ হাবিব টিটোকে আসামী করা হয়। গত ১১ মে এড. এম শাহ আলম মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পান। ওই মামলার অপর চারজন আসামী সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।

জামিন শুনানীতে আসামীপক্ষে অংশ নেন সাতক্ষীরার তালা-কলারোয়া-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন (২), এড. গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা এড. মোসলেমউদ্দিন, এড. ওসমান গণি, এড. সোমনাথ ব্যানার্জী, এড. তপন কুমার দাস, এড. ফাহিমুল হক কিসলু, এড. সরদার আমজাদ হোসেন, এড. তপন কুমার কুন্ডু, এড. কার্তিক দাস, এড. আজাহারুল ইসলামসহ শতাধিক আইনজীবী। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায়।

The post ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন শাহ আলমসহ পাঁচ আইনজীবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SjX866

No comments:

Post a Comment