এতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় দিকনির্দেশনা প্রদানে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয় (ফোন নম্বর ০১৩১৮২৩৪৫৬০)।
নির্দেশনাগুলো হলো-
১. ২৪ মে’র মধ্যে উপকূলের বাঁধসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করতে হবে।
২. প্রয়োজনীয় বালু, জিও ব্যাগ এবং জরুরি শ্রমিকের ব্যবস্থা রাখতে হবে।
৩. মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের ব্যবস্থা রাখতে হবে।
৪. সাতক্ষীরা ও খুলনা জেলার ৮টি পোল্ডার রক্ষণাবেক্ষণের জন্য থাকতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
৫. লোকজন সরিয়ে নিতে প্রয়োজনমত নৌযান ব্যবস্থা থাকতে হবে।
৬. করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
৭. মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোথাও ক্ষয়ক্ষতির খবর পেলে জেলা প্রশাসক ও জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাগণ ও কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৮. স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে।
এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে বরিশাল ও খুলনা এলাকায় লক্ষাধিক জিও ব্যাগ মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে প্রকৌশলীরা আঞ্চলিক তথ্যকেন্দ্র খোলাসহ জীবন-সম্পদ রক্ষায় সতর্কভাবে কাজ করছে।
The post সাতক্ষীরা ও খুলনার ৮টি পোল্ডার রক্ষণাবেক্ষণসহ ৮ নির্দেশনা, কন্ট্রোলরুম চালু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vl1fxo
No comments:
Post a Comment