নারায়ণগঞ্জে মরদেহ গুমের মামলার ১৩ বছর পর জীবিত ফিরে আসা কথিত মৃত রুবেল ওরফে আল আমিন আদালতে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (২১মে) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুল মোহসীনের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে রুবেল জানান, ২০০৭ সালে মা রহিমা খাতুনের মারধর ও ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এরপর ঢাকায় চলে যান।এরপর তিনি রাজধানীর হাতিরপুলে একটি চটপটির দোকানে কাজ শুরু করেন। বর্তমানে রাজধানীর মধুবাগে হাতির ঝিল সংলগ্ন এক বাড়িতে থাকেন এবং রং মিস্ত্রির কাজ করেন।
এদিকে কথিত মৃত রুবেল নারায়নগঞ্জ এলাকায় নিজ বাড়িতে ১৩ বছর পর ফিরে এলে তাকে পুলিশে দেয় মামলার অভিযুক্ত আসামিরা।
মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালে মাত্র আট বছর বয়সে নিখোঁজ হয় রুবেল ওরফে আল আমিন। এ ঘটনায় তার মা রহিমা খাতুন স্থানীয় দুইজন মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, আদালতের আদেশে সদর থানায় ২০০৭ সালে অপহরণ মামলাটি রুজু হয়। পরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরবর্তীতে আবার তা গোয়েন্দা পুলিশও তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২০১০ সালে মামলাটি নিষ্পত্তি হয়। ওই ঘটনায় মামলার কয়েকজন আসামি কারাগারেও ছিলেন।
রুবেল আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত জানু মিয়ার ছেলে।
The post ১৩ বছর পর ফিরে আসা কথিত মৃত ব্যক্তির জবানবন্দি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3yuDhS1
No comments:
Post a Comment