আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি: আশাশুনিতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোযয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ২০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্ল¬াবিত হয়েছে। এছাড়া অসংখ্য স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বুধবার সকাল থেকে নদীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে থাকে। সকাল ১০টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধ উপচে গ্রামের ভেতরে পানি প্রবেশ করে।
এছাড়া প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী, চাকলা, কল্যাণপুর, রুইয়ারবিল, দিঘলারআইট, আনুলিয়া ইউনিয়নের নাকনাসহ ৬টি পয়েন্ট বেড়িবাঁধ ভেঙে এবং নদীর পানি উপচে বিভিন্ন গ্রাম প্ল¬াবিত হয়েছে। এছাড়া আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া, মানিকখালী, বড়দল ইউনিয়নের কেয়ারগাতি, নড়েরাবাদ, বামনডাঙ্গা শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি, খাজরা ইউনিয়নের গদাইপুরসহ অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে ও বেড়িবাঁধ উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছে রাতের জোয়ারে খোলপেটুয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে ছাপিয়ে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর্গত এলাকা পরিদর্শনকালে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন, সুপার সাইক্লোন ইয়াসের প্রভাবে আশাশুনি উপজেলার অধিকাংশ ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার মো: নাজমুল হুসেইন খাঁন বলেন, বেশ কিছু পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে এবং উপচে অনেক গ্রাম প্ল¬াবিত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে সেসব স্থানগুলো সংস্কার করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বাঁধগুলো মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে ও জেলা প্রশাসকের মাধ্যমে প্ল¬াবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তা করা হবে।
The post ঘূর্ণিঝড় ইয়াস: আশাশুনিতে ২০টি স্থানে ভাঙন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wGrvm9
No comments:
Post a Comment