উপকুলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করে মিথ্যা মামলায় গ্রেপ্তারসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সুন্দরবন প্রেসক্লাব। শনিবার (২২মে), সুন্দরবন প্রেসক্লাব চত্ত্বরে বিকাল ৫টায় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি, আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল¬াল হোসেনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিলাল হোসেন, সহ-সভাপতি আব্দুল হালিম, আবু তালেব গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার মূল হোতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা বেগমের সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত করা হোক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ছয়জনকে বদলি করা হয়েছে তাদের বদলি নয় চাকরিচ্যুত চাই। অবিলম্বে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবি করেন তারা। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন, আশরাফ হোসেন, হুদা মালী, জাহাঙ্গীর আলম, রুস্তম আলীসহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ।
The post সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oGqkQK
No comments:
Post a Comment