আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসকে সামনে রেখে কোস্টগার্ড পশ্চিম জোন হতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জে আজ সোমবার একটি অস্থায়ী কন্টিনজেন্ট মোতায়ন করা হচ্ছে। কোস্টগার্ড পশ্চিম জোনের সকল অপারেশনাল বোট উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে।
এছাড়াও ১ টি ভলগেট ও ১০ টি ইঞ্জিন চালিত কাঠের বোট ভাড়া করা হয়েছে। বিসিজি বেইস মংলা ও মুন্সিগঞ্জ ১ টি করে মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণের জন্য সমুদ্রে বিসিজিএস মনসুর আলী, কয়রা এলাকার জন্য বিসিজিএস স্বাধীন বাংলা, গাবুরা এলাকার জন্য বিসিজিএস তামজীদ এবং নলিয়ান এলাকার জন্য এইচপিবি গড়াই প্রস্তুত রয়েছে। প্রেসবিজ্ঞপ্তি
The post ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অস্থায়ী কন্টিনজেন্ট মোতায়ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oNaCn4
No comments:
Post a Comment