আশাশুনি ব্যুরো: আশাশুনি প্রেসক্লাবে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি জিএম আল-ফারুকের সভাপতিত্বে ‘তথ্য জনগণের পণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আলোচনা রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান ও এস.এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, কোষাধ্যক্ষ প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, নূর আলম, মইনুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত: প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে থাকে। ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা আন্তরিকতার সাথে দিবসটি পালন করে আসছেন।
The post আশাশুনি প্রেসক্লাবে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eRJoH3
No comments:
Post a Comment