সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা, পানির সমস্যা, রাস্তাঘাটের দুরাবস্থাসহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। ২৩ মে রোববার বিকাল ৪টায় পৌর মেয়রের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাগরিক কমিটির নেতৃত্ব দেন আহবায়ক মো: আনিসুর রহিম। উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ পবীত্র মোহন দাস, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, এড. মুনির উদ্দিন, শেখ সিদ্দিকুর রহমান, আলী নুর খান বাবলু, মো: মোতাসিম বিল্লাহ, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় তাজকিন আহমেদ চিশতিকে শুভেচ্ছা জানান। নাগরিক নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া, বদ্দিপুর, ইটাগাছা পশ্চিমপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার কথা উল্লেখ করে আগামী বর্ষা মৌসুমের পূর্বে তা নিরসনে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার মানুষ সাপ্লাই পানি পাচ্ছে না উল্লেখ করে দ্রুত তা সমাধানের দাবী জানান। নেতৃবৃন্দ পৌরসভার রাস্তাঘাটের সমস্যাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পৌর মেয়র নাগরিক নেতৃবৃন্দের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। পৌর মেয়র সাতক্ষীরা শহরে অবস্থিত পৌরসভার ভূ-সম্পত্তি রক্ষা এবং বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে সকলের সহায়তা কামনা করেন। তিনি জার্মান সরকারের সহায়তার একটি প্রকল্পের টাকা ছাড় হলে দ্রুত পৌরসভার রাস্তাঘাট ড্রেন কালভার্টসহ বিভিন্ন সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দ্রুত ১১তলা বিশিষ্ঠ অত্যাধুনিক সাতক্ষীরা নিউমার্কেট নির্মাণের বিষয়টিও তুলে ধরেন।
এছাড়া পৌর মেয়রের সাথে মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রাণসায়র খাল খননে ব্যাপক অনিয়মের বিষয়টি প্রধান্য পায়। সভায় সকলেই একমত পোষণ করে বলেন, সিডিউল ও ডিজাইন অনুযায়ী খাল খনন হচ্ছে না। বৃষ্টির অপেক্ষায় ঠিকাদারী প্রতিষ্ঠান কোনরকমে দায়সারাভাবে খনন কাজ চালিয়ে যাচ্ছে। এরপর বৃষ্টি শুরু হলে কাজও শেষ হয়েছে বলে ঠিকাদার বিল তুলে নিয়ে চলে যাবে। কিন্তু বাস্তবে অর্ধেক কাজও হচ্ছে না। এই অনিয়মের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post পৌর মেয়রের সাথে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়: জলাবদ্ধতা-পানি-রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bPnhQV
No comments:
Post a Comment