নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার প্রাণসায়ের খাল খননের কাজ প্রায় শেষের পথে হলেও বহুল আলোচিত মাছ বাজার ব্রিজের দক্ষিণ পাশের্^ অবিস্থিত বাবু খানের বরফ কলের মূল ভীতসহ পাশ্ববর্তী ভেঙে দেওয়া দোকান পাটের ভীত এখনও খালের মধ্যে দৃশ্যমান। সচতন মহলের ধারণা বরফকলের ভীত এভাবে রেখে খাল খনন শেষ হয়ে গেলে পুণরায় ওই ভীতের ওপর বরফকল নির্মাণ করা হবে।
জানা গেছে, প্রাণসায়ের খনন শুরু হলে এক ভার্চুয়াল সভায় (জুম মিটিং) জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে খালের মধ্যে অবস্থিত বরফকল ভেঙে দেওয়ার জন্য বলার পর বরফকলসহ দোকান পাট ভেঙে ফেলা হয়। কিন্তু বরফকলের ভীত এখনও পূর্বের অবস্থানেই বিদ্যমান। এ মতাবস্থায় ডিজাইন ও ম্যাপ অনুযায়ী খাল খননের স্বার্থে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ বরফ কলের ভীতসহ পাশ্ববর্তী দোকানপাটের ভীত অপসারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে। অপরদিকে খালের পশ্চীম পাশের বাসিন্দা সিরাজুল ইসলাম বাবু জানান, এক সময় প্রাণ সায়র খাল সরকারী খাদ্য গুদাম পর্যন্ত ছিল। খালে নৌকায় আনা ধান চাল সরাসরি গোডাউনে নামানো হতো। কিন্তু বর্তমানে খাল পশ্চীম দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবারে খাল খননের সময় পূর্ব পাড়ের অবৈধ দোকান পাট রক্ষার্থে আরো অনেক বেশী পশ্চীমে ঠেলে দেওয়া হচ্ছে।
The post প্রাণসায়ের খালের মধ্যে রয়ে গেছে দোকান পাট ও বরফকলের ভীত! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vHe9oT
No comments:
Post a Comment