কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা সংলগ্ন জনসাধারণের বহুল ব্যবহৃত পানির পুকুরে টয়লেটের ট্যাংকি নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এনিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশষ্কা সৃষ্টি হয়। এলাকাবাসীরা জানায়, আলিপুর হাটখোলা সংলগ্ন একটি যৌথ অংশীদারী সম্পত্তির পুকুরের মধ্যে এছাহাক আলীর সরদারের পুত্র মাসুম বিল্লাহ্ কয়েকদিন পূর্বে বসত ভিটার সাথে সংযুক্ত পুকুরের মধ্যে টয়লেটের পাকা ট্যাংকি নির্মাণের কাজ শুরু করে।
এতে পুকুরের পানি দূষিত হওয়ার আশষ্কায় প্রতিবেশিদের অভিযোগের মুখে অপর অংশীদার মৃত. রজব আলী সরদারের পুত্র আবুবকর সিদ্দিক ট্যাংকি নির্মাণে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এব্যাপারে ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আতাউর রহমানকে জানালে তিনি সরজমিনে যেয়ে উভয় পক্ষের কাছে শুনে সিদ্ধান্ত দেন যে, উক্ত স্থানে টয়লেটের ট্যাংকি তৈরি করা যাবে না। টয়লেটের পরিবর্তে উক্ত স্থলে রান্নাঘর নির্মাণের সিদ্ধান্ত দেন।
যেহেতু পুকুরের পানি এলাকার সাধারণ মানুষ ব্যবহার করে, সেজন্য ব্যবহৃত পুকুরের মধ্যে কখনও টয়লেট নির্মাণ করা যাবে না। এই সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেয়। এতে এলাকাবাসির মধ্যে স্বস্তি ফিরে আসে।
The post আলিপুরে জনসাধারণের ব্যবহৃত পুকরের পানি শুকিয়ে টয়লেটের ট্যাংক নির্মাণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wCxfgn
No comments:
Post a Comment