Tuesday, May 25, 2021

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় শ্যামনগরে পল্লী বিদ্যুৎয়ের আলোর গেরিলা টিম গঠন https://ift.tt/eA8V8J

মোঃ মনির হোসাইন, কৈখালী (শ্যামনগর): ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর জোনাল অফিসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শরীফ লেহাজ আলি, সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) মদু সুদন রায়, পাওয়ার ইয়ুজ কো-অর্ডিনেটর (পিইউসি) মোঃ আব্দুল মোতালেব, শ্যামনগর এরিয়া পরিচালক কুদরত ই খুদা কচি প্রমুখ।

সভায় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী সকল পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মাঝে সঠিকভাবে বিদ্যুৎ সেবা পৌছে দিতে ও ঝড়ের কবলে পড়ে নষ্ট হয়ে যাওয়া লাইন সংস্কার করে দ্রুত লাইন চালু করাট নিমিত্তে একটি আলোর গেরিলা টিম গঠন করা হয়েছে। আলোচনা সভায় শ্যামনগর জোনাল অফিসের কর্মরত সকল কর্মচারী ও ইলেক্ট্রিশিয়ানদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

The post ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় শ্যামনগরে পল্লী বিদ্যুৎয়ের আলোর গেরিলা টিম গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wCDC3D

No comments:

Post a Comment