Wednesday, May 26, 2021

শ্যামনগরে ইউপি সদস্যকে খুনজখমের হুমকি, থানায় মামলা https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল গফুর ঢালীকে খুনজখমের হুমকি অব্যহত আছে। এ ঘটনায় তিনি প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রমতে, ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আটুলিয়া গ্রামের হাকিম ঢালীর তিন ছেলে সবুর ঢালী, মহসীন ঢালী ও ইয়াছিন ঢালী এবং একই এলাকার লোকমান গাজীর ছেলে সাহাদ গাজী, হাকিম ঢালীর ছেলে নাসির ঢালী, ইয়াছিন ঢালীর ছেলে আরাফাত ঢালী ও মৃত দীন আলি ঢালীর ছেলে বেলাল ঢালী এলাকায় দূর্দান্ত ও দুর্ধর্ষ প্রকৃতির। তারা সবাই প্রভাবশালী হওয়ায় এলাকায় তাদের ভয়ে কেউ মুখ খোলে না।

আসামীরা প্রায় মেম্বর গফুর ঢালীর বিরদ্ধে নানান কারনে বিরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে আসামীরা ভূয়া ফেসবুক খুলে মিথ্যা বানোয়াট মন্তব্য পোষ্ট করে। এ ঘটনায় মেম্বর আব্দুল গফুর শ্যামনগর থানায় ৮১২ নং জিডি করেন।

এতে ক্ষুব্ধ হয়ে আসামীরা গত ১৯/০৫/২০২১ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকার দিকে দেশীয় অস্ত্রের সাহায্যে চারিদিকে ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আসামীরা আব্দুল গফুরকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং বাদগার রেনু পোনা ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট সহ হাত ঘটি লুট করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post শ্যামনগরে ইউপি সদস্যকে খুনজখমের হুমকি, থানায় মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i7zOU3

No comments:

Post a Comment