পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতর নাম কার্তিক সরকার (২৯)। তিনি সদরের বিনেরপোতা এলাকার বেড়াডাঙ্গা গ্রামের শুধাংশ সরকারের পুত্র। নিহতর স্বজনরা জানায়, ২৫ মে মঙ্গলবার বেলা ১১ টার সময় একই এলাকায় বাড়ী থেকে ২০০ গজ দুরে নিজস্ব মৎস ঘেরের ভেড়িতে মাটি কাটার উদ্দেশ্যে যাচ্ছিল কার্তিক।
ঘেরে মটর চালানোর জন্য রাস্তার বিদ্যুত খুটি থেকে একটি বিদ্যুতের তার ঐ ঘেরের বাসায় সংযোগ ছিল। ঝড়ো আবহাওয়ার কারনে বিদ্যুতের তারটি ভেড়ির কাছাকাছি নেমে ঝুলতে থাকে। ঐ সময় অসাবধনতা বসতঃ তারটি তার গলায় পেঁচিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কিছুক্ষণ পরে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক সন্তানের জনক কার্তিক সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post সাতক্ষীরার বিনেরপোতায় ঝড়ে ঝুলে পড়া বিদ্যুৎ এর তারে স্পৃষ্ট হয়ে একব্যক্তির মূত্য appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bRhA57
No comments:
Post a Comment