নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার আলীপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরা শহরের ইটাগাছার জাহাঙ্গীর আলম ও আলীপুরের সবুজ সরদার নামের দুই চোরাচালানীকে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইয়াসিন আলম জানান, সীমান্ত এলাকায় পুলিশের টহলের সময় গোপন সূত্রে আমরা জানতে পারি আলীপুর গ্রামের সবুজ সরদারের বাড়িতে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জড়ো করে রাখা হয়েছে। যেকোন সময় চোরাপথে তা ভারতে পাচার করা হতে পারে।
তিনি জানান, খবর পেয়ে সবুজ সরদারের বাড়ি ঘেরাও করে এসব ট্যাবলেট জব্দ করা হয়। তার ঘরের ভেতর থেকে ১২ হাজার পাতার সুখী ট্যাবলেট বের করে আনা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা হয়েছে।
The post সাতক্ষীরায় ভারতে পাচারকালে ৩ লাখ ৬০ হাজার পিস জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34eTm0n
No comments:
Post a Comment