শহিদুল ইসলাম, শ্রীউলা (আশাশুনি): আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জনসচেনতা বাড়াতে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় ইউনিয়নের গ্রামে গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিবি আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরুন চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সদস্য ইয়াছিন আলি, জিএম জাল¬াল উদ্দীন, সিপিবি উপজেলা টিম লিডার আব্দুল জলিল, ইউনিয়ন সিপিবি সভাপতি আবু হাসান প্রমুখ।
শোডাউনে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় উপকূলবর্তী শ্রীউলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাইক্লোন সেল্টারসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রচার করা হয়। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ, বিভিন্ন রাস্তার পাশের মরা গাছ অপসারণ করার জন্য বলা হয়। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে জানমাল রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
The post শ্রীউলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জনসচেনতা বাড়াতে মোটরসাইকেল মহড়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/349vGun
No comments:
Post a Comment