Friday, May 21, 2021

সুন্দরবনের কাটেশ্বর এলাকা পর্যটকদের আকর্ষিত করবে আম জাম বাগান https://ift.tt/eA8V8J

 

 

সুন্দরবনের কাটেশ্বর এলাকা পর্যটকদের আকর্ষিত করবে দেখলে মনে হয় শহরের কোন আম জাম বাগান।

নয়না অভিরম মায়াবী এই সুন্দরবন সকল পর্যটক কে মন কেড়ে নিবে সুন্দরবনের কলাগাছিয়া। দোবেকি সহ বেশ কিছু স্থান আছে সুন্দরবনে দেখলে মন ভরে যাবে ঠিক তেমনি একটি স্থান হয়ে উঠেছে সুন্দরবনের কাঠেশ্বর এলাকা। এখানে আছে দেশীয় বিভিন্ন প্রকার গাছ,মনে হবে এটা শহরের কোন বাগান বাড়ি, আছে আম,জাম, লেবু, ডালিম, নারকেল পেয়ারা সহ নানা গাছ।আছে সুন্দর একটি পুকুর সানবাধানো ঘাট,আছে ছোট একটি বন টহল ফাড়ীঁ  আছে মায়াবী হরিণ সব মিলে খুব ভালো একটি স্থান হয়ে উঠেছে এই কাঠেশ্বর।
আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী প্রতিনিধি

The post সুন্দরবনের কাটেশ্বর এলাকা পর্যটকদের আকর্ষিত করবে আম জাম বাগান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u25GeY

No comments:

Post a Comment