নিজস্ব প্রতিনিধি: গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুপালি (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
জেঠুয়া গ্রামের সুমন সরদার জানান, কে বা কারা তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা করছে এলাকাবাসি। তবে রুপালির ভাই শাহিনুর ইসলাম মৃত্যুর কারণ বলতে পারেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী রাসেল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
The post তালায় গলায় ওড়না পেঁচানো মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bKr02f
No comments:
Post a Comment