Sunday, June 6, 2021

করোনায় মৃত কলারোয়া আ.লীগের সহ-সভাপতি চিরনিদ্রায় শায়িত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: করোনার কাছে হেরে গেলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খাইবার হোসেন (৭৫)। রবিবার বেলা ১১টার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্ল¬াহি…রাজিউন)। তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা ও ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি দীর্ঘদিন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিন আছর বাদ বাড়ির পাশের আম বাগান চত্ত্বরে জানাজা নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্ল¬াহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ।
এদিকে, খাইবার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ নেতৃবৃন্দ। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্ল¬াহ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

The post করোনায় মৃত কলারোয়া আ.লীগের সহ-সভাপতি চিরনিদ্রায় শায়িত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34Uk276

No comments:

Post a Comment