Thursday, June 3, 2021

সাতক্ষীরাই পল্ল¬ী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ https://ift.tt/eA8V8J

ফিংড়ি সংবাদদাতা: পল্ল¬ী বিদ্যুৎ কর্মকর্তাদের অনিয়মের কারণে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদহা এবং জোড়দিয়াসহ বিভিন্ন গ্রামে পল্ল¬ী বিদ্যুতের কর্মকর্তাদের অনিয়মে দিশেহারা সাধারণ মানুষ। জোড়দিয়া গ্রামের গরিব অসহায় তায়জুদ্দীন মল্লিকের পুত্র ইব্রাহিম মল্লি¬ক জানান, তার ০১-৩১৪-১০৭১ হিসাব নং মিটারের (আবাসিক) মে মাসের ৯ তারিখে ৪৩৫ ব্যবহৃত ইউনিট দেখিয়ে বিলম্ব বিলসহ বিল করে ২৯২৪ টাকা, ২-৬-২০২১ তারিখে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ, অথচ ইব্রাহিম বিল হাতে পায় ১-৬-২০২১ তারিখে মাত্র ১ দিন আগে। একেতো বিল বেশি অন্যদিকে একদিন আগে! এখন কি করবে গরিব অসহায় ইব্রাহিম, বিল পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার ৩-৬-২০২১ তারিখে ইব্রাহিম সকালে ঘুম থেকে উঠে প্রায় ১৪ কি: মি: পথ হেটে আশাশুনি পল্লীবিদ্যুতের জোনাল অফিসে যায় এত বিল কিভাবে হল তা জানতে। কিন্তু কর্মকর্তাদের অসৎ আচরণ আর দুর্ব্যবহারে ইব্রাহিম বিদ্যুৎ বিল না দিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বাড়িতে এসে জানতে পারে জোড়দিয়া গ্রামে পল্ল¬ী বিদ্যুৎ ভ্রম্যমাণভাবে বিল গ্রহণ করছে। সেখানে যেয়ে কোন সমাধান পায়নি ইব্রাহিম। অবশেষ ইব্রাহিম মিটারের বর্তমান ইউনিট নাম্বার ভিডিও করে নিয়ে যায় আশাশুনি পল্ল¬ী বিদ্যুতের জোনাল অফিসে, কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার নৃপেন্দ নাথ বিশ্বাস ভিডিও ইউনিট হিসাব করে মে মাসের নতুন বিল করেন ১৪২ টাকা জরিমানাসহ ১৪৮ টাকা। কোথায় ২৯২৪ টাকা, আর কোথায় ১৪২ টাকা। এদিকে ব্যাংদহায় ৫-৬-২০২১ তারিখে বিল পরিশোধের শেষ সময় হলেও গ্রাহকরা বিল হাতে পায় ৩-৬-২০২১ তারিখে। সাধারণ গ্রাহকদের প্রশ্ন এত অল্প সময়ে কিভাবে গ্রাহকরা বিল পরিশোধ করবে। সীমাহীন অনিয়মের কবলে পড়েছে পল্ল¬ীবিদ্যুতের গ্রাহকরা।
এব্যাপারে পল্ল¬ীবিদ্যুতের আশাশুনি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নৃপেন্দ নাথ বিশ্বাস জানান, সকল অনিয়মের কথা আমি শুনেছি। জোড়দিয়া গ্রামবাসির পক্ষ থেকে সাধারণ গ্রাহকদের স্বাক্ষরকৃত একটি আবেদন পেয়েছি। যারা এ অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব। তিনি আরও বলেন দির্ঘদিন ধরে এমন অনিয়ম হচ্ছে এটা আমি জানতাম না, আজ জানতে পেরেছি। অবশ্যই ব্যবস্থা নিব।

 

 

The post সাতক্ষীরাই পল্ল¬ী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ig3Sgi

No comments:

Post a Comment