নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে। সেই কারণে জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নে বাড়তি সতর্কতা, বিধি-নিষেধ ও বিশেষ নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে ওই বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
করোনার প্রাদুর্ভাব রোধে অবৈধভাবে ও চোরাপথে কেউ ভারত-বাংলাদেশে যাতায়াত না করতে পারে সেজন্য কড়া নজরদারির পাশাপাশি ওই ৩ ইউনিয়নের বাজারগুলোতে সন্ধ্যা ৭টার পর ঔষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ, জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনা হবে নির্দেশনায় বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
এলক্ষ্যে বুধবার (২জুন) পৃথক সময়ে উপজেলার সোনাবাড়িয়া, কেঁড়াগাছি ও চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিজিবি প্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী ও সুধিজনদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।
সভায় অবৈধ মানব পাচারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়। বিজিবির পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ।
The post করোনা সতর্কতায় কলারোয়ার ৩ সীমান্ত ইউনিয়নে বিশেষ বিধি-নিষেধ জারি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Rk0UME
No comments:
Post a Comment