Thursday, June 24, 2021

রেশনের দাবিতে জেলা ভূমিহীন সমিতির আলোচনা সভা https://ift.tt/eA8V8J

স্বাস্থ্যবিধি মেনে ‘কর্মহীন মানুষের মাঝে রেশন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র’ দেওয়ার দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৫টায় এ আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি আকবার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান পান্না, পৌর ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির মহিলা সম্পাদিকা মাফুজা খাতুন, ভূমিহীন নেতা মনিরুল ইসলাম, ইয়াছিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, করোনার সংক্রমণ জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ কমাতে চলছে লকডাউন। ওই লকডাউনে কোন কাজ করতে না পেরে কর্মহীন হয়ে গৃহবন্দি দিনপাত করছেন হাজার হাজার মানুষ। অথচ গত বছর করোনার সময়ে জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান স্বেচ্ছায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছিল। কিন্তু এবার তা ব্যতিক্রম। এখনও পর্যন্ত জেলা প্রশাসন কর্মহীন মানুষের মাঝে কোন খাদ্য সহায়তা দিয়েছেন বলে আমাদের জানা নেই। অবিলম্বে ওই কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্থায়ী রেশনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, সম্প্রতি গৃহহীনরা সরকারের দেওয়া ২শতক জমির উপর নির্মিত ঘর পেলেও ওই ঘরে বসবাসকারীরা অনেকে বসবাস না করে অন্যদের কাছে টাকার বিনিময়ে হস্তান্তর করার পায়তারা করছে। ঐ প্রকল্পটি দুর্নীতিতে ছেঁয়ে গেছে। তা বন্ধ করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও একশ্রেণির ভূমিহীন নামধারী চাঁদাবাজ প্রতারক ও বিভিন্ন মামলার আসামীরা হতদরিদ্র ভূমিহীনদের কাছ থেকে টাকা নিয়ে ঘর পাইয়ে দেওয়ার পায়তারা চলমান রেখেছেন। ওই প্রতারকদের আইনের আওতায় এনে শান্তি দেওয়া দাবি পুলিশ প্রশাসনের কাছে করেন বক্তারা। প্রেসবিজ্ঞপ্তি

The post রেশনের দাবিতে জেলা ভূমিহীন সমিতির আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dbCI6K

No comments:

Post a Comment