রুবিনা আজাদ
জলের শরীর জুড়ে জলের ক্রন্দন থাকে মিশে
নীরবতার কঠিন উদরে স্তব্ধতা অনিমেষে ।
ছায়ায় প্রপন্ন হয় প্রচ্ছায়া গ্রহণ দরিয়ায়
অন্ধকারে লীন তন্বী প্রদোষ, তমসা কৃষ্ণকায় ।
আকাশের সাথে নেই দেয়াল কোনো আকাশের
সময়ের সাথে চলে রিলেদৌড় কালবিকাশের ।
বজ্রের সংসারে থাকে মেঘেরা মেঘের আলিঙ্গনে
সবুজের কোলে নীল মিশেছে দিগন্ত-পুবাঙ্গনে ।
থাকেনা রংধনু রঙে কাঁটাতার বেড়া সীমানায়
তুমি-আমি যতদূরে তবু থাকি এক ঠিকানায়
The post অর্ধোক্তি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34Pynlg
No comments:
Post a Comment