Thursday, June 3, 2021

বদলীজনিত কারণে চলে যাবেন জেলা প্রশাসক, তাহলে মারিয়ার কী হবে! (ভিডিও) https://ift.tt/eA8V8J

নাজমুল শাহাদাৎ জাকির: পদোন্নতি ও বদলীজনিত কারণে চলে যাবেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল! তাহলে কী হবে সাতক্ষীরার কলারোয়ার চাঞ্চল্যকর ফোর মার্ডারের সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া চার মাসের ফুটফুটে শিশু মারিয়ার? জেলা প্রশাসক চলে যাওয়ার আগে কী শিশুটির দায়িত্ব স্থায়ীভাবে কারো দিবেন? নাকি যেভাবে ইউপি সদস্য দেখাশোনা করে চলেছেন সেইভাবে চলবে? যদি এভাবে চলতে থাকে তাহলে মারিয়ার ভবিষ্যত কী? জেলা প্রশাসকের বদলীজনিত কারণে এমন হাজারো প্রশ্ন এখন মানুষের মাঝে।

গতবছর ১৫ অক্টোবর ভোররাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর ইসলাম, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে পারিবারিক দ্বন্দ্বের প্রতিশোধ নিতেই এনার্জি ড্রিংক স্পিডের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমের ভিতরেই জবাই করে হত্যা করে শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম। এসময় নারকীয় এই হত্যাকা-ের মধ্যে ঘাতকদের হাত থেকে প্রাণে বেঁচে যায় তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা।

নারকীয় এ ঘটনার পর দেশজুড়ে সৃষ্টি হয় আলোড়ন। পাশাপাশি ফুটফুটে শিশুটিকে নিয়ে দেশবাসীর মনে জেগেছিলো নানা প্রশ্ন। মারিয়া কেমন আছে? কীভাবে আছে? কীভাবে খাওয়া-ধাওয়া করছে? তার ভবিষ্যত কী? এসব বিষয়ে জানার কৌতুহল ছিলো কোটি মানুষের। সেসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রব্বানীসহ অনেক পরিবার শিশু মারিয়াকে দত্তক হিসেবে চেয়েছিলেন। তবে মারিয়ার নিরাপত্তার কথা ভেবে যাবতীয় দায়িত্ব নেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সেই থেকে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে শিশু মারিয়াকে স্থানীয় মহিলা ইউপি সদস্য নাছিমা খাতুনের জিম্মায় রাখা হয়েছিলো। তবে এভাবে আটমাস কেটে গেলেও মারিয়াকে স্থায়ীভাবে কার কাছে দেওয়া হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি জেলা প্রশাসক।

https://ift.tt/3fPboNy
এবিষয়ে মারিয়ার দেখভালে থাকা ইউপি সদস্য নাছিমা খাতুন জানান, গত আট মাস ধরে তিনি মারিয়াকে দেখভাল করছেন। দূর দূরান্ত থেকে প্রতিদিন অসহায় শিশুটিকে দেখতে আসেন অসংখ্যা নারী। কোনো শাড়ি পরিহিত নারী দেখলেই মারিয়া তার মায়ের মুখ ভেবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো আগে। তবে এখন আর কারো দিকে তাকিয়ে থাকেনা। আমাকে মা এবং আমার স্বামীকে আব্বু হিসেবে ডাকে মারিয়া।
এসময় কাঁদতে কাঁদতে ইউপি সদস্য নাছিমা খাতুন বলেন, দ্ইু ছেলের মা আমি। আমার কোনো মেয়ে নেই। দীর্ঘ আট মাস ধরে মারিয়াকে আমি লালন-পালন করছি। বর্তমানে মারিয়াকে আমার সন্তান হিসেবে মেনে নিয়েছি। গতমাসে বড় পরিসরে মারিয়ার জন্মদিন পালন করেছি। সেখানে সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমি ওইদিন আশা করেছিলাম ডিসি স্যার আসবেন এবং মারিয়ার বিষয়টি সমাধান করবেন। তবে স্যার আসেননি ব্যস্ততার কারণে। তারপরেও ইউএনও’র মাধ্যমে মারিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছিলেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান লাল্টু ভাই ও ভাবি মারিয়ার সার্বক্ষণিক খোজঁ খবর রাখেন।

তবে সামাজিক মাধ্যমের মারফত জেনেছি জেলা প্রশাসক বদলীজনিত কারণে চলে যাবেন সাতক্ষীরা ছেড়ে। একারণে মারিয়াকে নিয়ে চিন্তিত আমি। যাওয়ার আগে যদি মারিয়ার বিষয়টা সমাধান না করেন তাহলে পরবর্তীতে আরো সমস্যা সৃষ্টি হবে। আমি তো মারিয়াকে ছাড়া থাকতে পারবো না! আর নাইবা মারিয়া আমাকে ছাড়া থাকতে পারবে। একারণে ডিসি মহোদয়ের সহযোগিতা পেলে মায়ের স্নেহ ভালবাসা দিয়ে আমি মারিয়াকে বড় করতে চাই। ডিসি স্যার আইনগতভাবে মারিয়াকে লালন-পালনের দায়িত্ব দিলে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।

 

 

বদলীজনিত কারনে চলে যাবেন সাতক্ষীরার জেলা প্রশাসক! যাওয়ার আগে মারিয়া সমস্যা সমাধান না হলে, তাহলে কী হবে মারিয়ার? এমন প্রশ্নের জবাবে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, সে প্রশ্ন আমারও। দীর্ঘ আট মাস ধরে মারিয়াকে নিজ সন্তানের মতো মানুষ লালন পালন করছে ইউপি সদস্য নাছিমা খাতুন। নাছিমাকে বর্তমানে মারিয়া মা হিসেবেই চেনে। তবে এখনও পর্যন্ত মারিয়াকে স্থায়ীভাবে কার কাছে দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসক কিছুই জানাননি। তবে মারিয়া স্থায়ীভাবে কার কাছে থাকবে সেটা সমাপ্ত না করে যদি জেলা প্রশাসক চলে যান তাহলে এটা নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। একারণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এবিষয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, বদলীজনিত কারণে আমাকে চলে যেতে হবে। তবে চলে যাওয়ার আগে আইনী প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে মারিয়াকে হস্তান্তর করা হবে। তবে কার কাছে হস্তক্ষেপ করা হতে পারে সেবিষয়ে কিছুই জানাননি তিনি।

The post বদলীজনিত কারণে চলে যাবেন জেলা প্রশাসক, তাহলে মারিয়ার কী হবে! (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wVPy0g

No comments:

Post a Comment