Thursday, June 24, 2021

কালিগঞ্জে জুয়া খেলার অপরাধে চার জনকে ৭ দিনের সাজা https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে জুয়া খেলার অপরাধে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাজপুর এলাকার মৃত দাউদ আলী সানার ছেলে শহিদ আলী সানা (৪০), মুকুন্দ মধুসূদনপুর এলাকার আব্দুল হামিদ সরদারের ছেলে শিমুল হোসেন (৩২), বন্দকাটি এলাকার মৃত কাদের বক্স গাজীর ছেলে আব্দুর রশিদ (৪৫) ও কৃষ্ণনগর এলাকার ইব্রাহিম গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৭)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপ-পরিদর্শক সিহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ নৌবাজপুর এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় শহিদ আলী সানার বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করা হয়। জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৪ টাকা ও খেলার তাস জব্দ করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জুয়াড়িকে ৭ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

The post কালিগঞ্জে জুয়া খেলার অপরাধে চার জনকে ৭ দিনের সাজা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gVdpba

No comments:

Post a Comment