এসএম বাচ্চু: এবছর ইউপি নির্বাচন প্রথম ধাপে দেশে ৩৭১টি ইউনিয়নে গত ১১ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও মহামারি করোনা সংক্রমনের কারণে ২৯ মার্চ নির্বাচন কমিশনার এক প্রজ্ঞাপনে সকল নির্বাচন স্থগিত করা হয়। সকল জল্পনা-কল্পনার অবসন ঘটিয়ে হতাশার চাঁদরে ঢাকা পড়ে গেল নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটারদের আশার সীমারেখা। ক্ষতির সম্মুখিন হলেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা! দেশের অন্যান্য জেলার মতোই খুব সাদা মাঠাভাবেই অনুষ্ঠিত হয় সাতক্ষীরার স্থানীয় সরকার নির্বাচন। জেলার ইউপি নির্বাচন জেলার সাত উপজেলার মধ্যে দুই উপজেলা, তালা ও কলারোয়া। তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে তালা, ধানদিয়া, তেঁতুলিয়া, ইসলামকাটি, মাগুরা, খেশরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী এবং কলারোয়া উপজেলার মধ্যে কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। এই সব ইউনিয়নে নির্বাচন প্রায় শেষের দ্বারপ্রান্তে ভোটাররা যাছাই বাছাই করে মনোনীত প্রার্থীকে নির্বাচন করে ফেলেছিলেন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য মতে ২জুন এক আদেশে আগামী ২১ জুন পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপন জারি করেন। সরকার ঘোষিত দ্বিতীয় দফায় নির্বাচনের তারিখ প্রকাশ করায় নড়েচড়ে বসেছে ইউপি নির্বাচনের মাঠ। এদিকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় নতুন করে করোনা সংক্রমন বৃদ্ধির কারণে জেলায় ৫জুন থেকে কঠোর লকডাউনের ঘোষণা করেন জেলা প্রশাসক সাতক্ষীরা। কঠোর লগডাউনে বিধিনিষেজ্ঞা প্রতিপালন করে কিভাবে নির্বাচনের প্রচার প্রচারণা আর তাতেই চরম হতাশাগ্রস্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। এবারের ইউপি নির্বাচনে সবচেয়ে চরম হতাশায় সাতক্ষীরার তালা উপজেলার প্রার্থী ও ভোটাররা। নানা সংশয় আর প্রতিকুলতা পেরিয়ে প্রার্থী ও কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় হলো ভোটের মূল লক্ষমাত্রা। জেলা প্রশাসকের ঘোষণাকৃত লগডাউনে, চলছে না গণসংযোগ উঠান বৈঠক, যার ফলে ইমেজ নেই নির্বাচনের। তালা উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন সংশয় প্রকাশ করছেন প্রচার ছাড়া কিভাবে সম্পন্ন করবে চলমান নির্বাচন। তাই অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন প্রার্থী কর্মীরা পক্ষান্তরে ভোটাররা পড়েছেন দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। ত
ালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদার জানান, পূর্বের তুলনায় বর্তমানে করোনার প্রকোপ অনেকাংশে বেশি হলেও এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তবে বর্তমান পরিস্থিতিতে জনসমাগম একবারে নিষিদ্ধ বলে জানালেন উপজেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচনের তারিখ ২১ জুন করোনা সংক্রমনের কারণে সাতক্ষীরা লকডাউন আছে। নির্বাচন অনুষ্ঠিত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post ইউপি নির্বাচন নিয়ে ধুম্রজালে তালার ভোটাররা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TGwRiN
No comments:
Post a Comment