Monday, June 7, 2021

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত কমপক্ষে ৩০ https://ift.tt/eA8V8J

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের পত্রিকা ডনের অনলাইনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল। রাইতি স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

ঘোটকি পুলিশের এসএসপি ওমর তোফায়েল বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষের নিচে এখনো চাপা পড়ে আছেন ১৫ থেকে ২০ জন যাত্রী। ওই যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘোটকির উপকমিশনার উসমান আবদুল্লাহ বলেন, কমপক্ষে ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫০ জন। উল্টে পড়া বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মৃত যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ডেপুটি কমিশনার বলেন, ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অনেকেই এখনো আটকা পড়ে আছেন। এই আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে চিকিৎসক ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মীদের। তাঁদের সবাইকে কর্মস্থলে আসতে বলা হয়েছে।

The post পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত কমপক্ষে ৩০ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cnvPPe

No comments:

Post a Comment