ফাইজারের টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান ডাইলুয়েন্ট আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘কোভ্যাক্স থেকে এই ডাইলুয়েন্ট আনা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে এই টিকা দেওয়া হবে।’
বুধবার (২ জুন) অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।
ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ফাইজারের টিকা এক লাখের বেশি ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। সেটি ঢাকাতেই সংরক্ষণ করা হচ্ছে। এটি একটি বিশেষ ধরনের টিকা। মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হয়। এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করতে একটি ডাইলুয়েন্টের প্রয়োজন হয়। সেটি আগামী ৭ জুন কোভ্যাক্স থেকে আমাদের কাছে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি, ৭ থেকে ১০ দিনের মধ্যে টিকে প্রদান শুরু করা হবে।’
তিনি আরও বলেন, ‘টিকা কাদের দেওয়া হবে, কোথায় দেওয়া হবে–এ বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। যাতে করে এই টিকা কোনোভাবেই নষ্ট না হয়। যখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কতজনকে কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হবে, এই সংখ্যা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। যেহেতু টিকার পরিমাণ অত্যন্ত কম, যারা রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে এই টিকা দেওয়া হবে।’
The post ১০ দিনের মধ্যে ফাইজারের টিকা পাবেন নিবন্ধিতরা’ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vQhrac
No comments:
Post a Comment