Saturday, June 5, 2021

আশাশুনিতে ৩১৪০০ শিশুকে ভিটামিন খাওয়ানো শুরু https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: সরকারের জাতীয় প্রোগ্রাম জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন-২০২১ সফল করতে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সকল ইউনিয়নে একযোগে কার্যক্রমের উদ্বোধন করা হয়। করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের প্রকোপ সামলাতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদেষ্ণা সরকার। উপজেলার ১১টি ইউনিয়নে ২৬৪টি অস্থায়ী ক্যাম্পে ও আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স-এ ১টি স্থায়ী ক্যাম্পে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২০০ এবং ১ বছর থেকে ৫ বছর বয়সের কম বয়সী ২৮ হাজার ২০০ জন সর্বমোট ৩১ হাজার ৪০০ শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জন পর্যন্ত রুটিন ইউপিআই ও শুক্রবার বাদে ৮দিনে এ কাজ করা হবে।

The post আশাশুনিতে ৩১৪০০ শিশুকে ভিটামিন খাওয়ানো শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pr0lwR

No comments:

Post a Comment