নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পটল চাষে নিরাপদ খাদ্য উৎপাদন, জৈব কৃষি ও বালাই দমন প্রদর্শনী নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুরে পটল চাষীদের নিয়ে পটল চাষের অন্যতম সন্ধ্যামণি জাতের উপরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় মঙ্গলবার ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, উপসহকারী কৃষি অফিসার আলী আজগর, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘নিরাপদ খাদ্য উৎপাদন পারে প্রতিটি মানুষকে সুস্থ রাখতে। বিষমুক্ত খাদ্য বাজারজাতকরণ সম্ভব।’
The post কলারোয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে মাঠ দিবস appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vKC8Er
No comments:
Post a Comment