Friday, June 4, 2021

মুন্সীগঞ্জ সিংহরতলী থেকে হরিণের মাংসসহ নৌকা আটক https://ift.tt/eA8V8J

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: হরিণের মাংসসহ নৌকা আটক করেছে বন বিভাগ ও সিপিজি। শুক্রবার হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২কেজি হরিণের মাংসসহ নৌকা আটক করে বনবিভাগ। তবে এ সময় কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগ সূত্রে জানা যায়, আসামীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি হরিণের মাংস নদী ফেলে দেয়। নৌকায় থাকা ২ কেজি হরিণের মাংস পাওয়া যায়। চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দাউদ মিয়া বলেন, গোপনে তথ্য ছিল হরিণের মাংস পাচার হবে। সে সময় থেকে অভিযান শুরু করি। চুনকুড়ি নদীতে একটা নৌকা দেখে সন্দেহ হলে তাদের ধরতে এগিয়ে যাই। আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। বন আইনে মামলা হয়েছে।

 

The post মুন্সীগঞ্জ সিংহরতলী থেকে হরিণের মাংসসহ নৌকা আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Tz944k

No comments:

Post a Comment