Friday, June 4, 2021

নিষেধের সিলেবাস অথবা অবাধ্যতার পাঠ https://ift.tt/eA8V8J

 

আমিনুল ইসলাম
বুলেটের নিষেধে লেজ ঝুঁকিয়ে
ফিলিস্তিনের গান গায়-
যে অ্যারাবিয়ান হুইটীয়ার, সে আমার হাউস টিউটর;
তার কাছে প্রাইভেট পড়ে–
বেহুলার কথা বলি তোমাকে;
কুয়াশার মোহনায় ঝুঁকিছোঁয়া স্বপ্নের
শামিয়ানা রচে যে নদী,
ঢেউয়ের বেঞ্চে বসে তার কাছে কোচিং করে’
তোমার পরিধি ছুঁয়ে স্বপ্ন রচি আমি;

আমার আরেক শিক্ষক হাওয়া,-
যে ¯্রােতের বিরোধিতা পায়ে দলে-
ঢেউয়ের মালা রচে উতলা ¯্রােতের বুকে।

বুকভরা লাল ত্বরণের চাপ,
অথচ সবুজ অভিকর্ষে আকৃষ্ট হবো না,
সে কী করে হয় !
সেটা কি অনুমোদন করবে মহাকর্ষ?
ভালোবাসার ভেতরে ধাক্কা, বাইরে টান;
সেই ধাক্কায়—-সেই টানে—
স্বর্গের মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য ভেঙে
লাফ দেয় সে
আসমানের ছাদ থেকে নিচে
বুকে নিয়ে ইস্কেপ ভেলোসিটি অব লাভ;

সে দৃশ্য দেখেছিল সাপ, শয়তান ও বিধাতা;
সেকথা জেনে গেছে যমুনার ঢেউও।

আর তুমি নিষেধাজ্ঞার সিলেবাস
ধরিয়ে দিয়ে হাতে, ভাবছো-
তোমাকে আর শুনতে হবে না-
মিলনের রিং টোন,
খুলতে হবে না দ্বার,
কিংবা থামাতে হবে না গাড়ি
নতুন কোনো গন্দম বাগানের মোড়ে !

কিন্তু নিষেধের ছাদ না ভেঙে-
কে হতে পারে-
আরশছাড়ানো উন্নতশির কবি-
নিউক্লিয়াসবুকে নিয়ে যুদ্ধ ও প্রেমের শিবনৃত্য!
নিষেধের সিন্ধু না পেরিয়ে–
কে হয়েছে কবে
ভালোবাসার সুপারস্টার ?

চোখ মেলে দ্যাখো—
ঊটের দেশে, রানীর রাজত্বে-
নদীশাসিত নাতিশীতোষ্ণ মন্ডলে-
সর্বত্রই ছড়িয়ে আছে দৃষ্টান্ত- জ্ঞানী ব্যক্তিদেন জন্য!

তারপরও কি তুমি গোঁয়ারদের মতো
অন্ধ রয়ে যাবে-
যাদের হাতে সৃষ্টি হয়েছিল অপ্রেম
আর ধ্বংস হয়েছিল ভালোবাসার শহর-
যেসবের প্রতœ-খন্ড সংরক্ষিত আজও
নক্ষত্রের যাদুঘরে,— মহাকালের মহাফেজখানায় !

 

The post নিষেধের সিলেবাস অথবা অবাধ্যতার পাঠ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S2htNx

No comments:

Post a Comment