পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় সাংবদিকদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়েত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষ করে তাই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো পরার্শ দেন তিনি।
তিনি আরও বলেন, আগমি ৫ই জুন থেকে ১৯ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেন অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস সয়সী শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খায়াতে হবে।
The post সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34LCMFA
No comments:
Post a Comment