Thursday, June 3, 2021

প্রতাপনগরে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

 

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: প্রতাপনগরে হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে দুস্থ অসহায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতাপনগরের কাতার প্রবাসী গাজী ওলিউল্যার প্রচেষ্টায় বৃহস্পতিবার প্রতাপনগর লস্করী খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মাও: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিনিধি দলের প্রধান ড. ত্বোহা। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ শিহাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, মফিজুর রহমান প্রমুখ।

The post প্রতাপনগরে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fLW5F1

No comments:

Post a Comment