Sunday, June 6, 2021

সপ্তাহের শেষে ভারী বৃষ্টি, আসছে নিম্নচাপও https://ift.tt/eA8V8J

দেশে প্রবেশ করছে মৌসুমি বায়ু। আগামী ৭২ ঘণ্টার মধ্যে টেকনাফ উপকূল দিয়ে তা বাংলাদেশে প্রবেশ করবে। এর ফলে চলতি সপ্তাহের শেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আসতে পারে নিম্নচাপও। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে তা মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাব। মৌসুমি বায়ু দেশে প্রবেশের মূলত বর্ষার বৃষ্টি শুরু হবে। বুধ বা বৃহস্পতিবার থেকে দেশে ভারি বৃষ্টি শুরু হতে পারে। এছাড়া দু-এক দিন পর একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৫ জুন) রাজধানীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত ১১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা ভারী বৃষ্টিতে নগরীর অনেকস্থানেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে প্রধান প্রধান সড়ক।

গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

The post সপ্তাহের শেষে ভারী বৃষ্টি, আসছে নিম্নচাপও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3px2ZBp

No comments:

Post a Comment