Sunday, June 6, 2021

করোনা প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত অবৈধভাবে দেশে ফেরা আরও তিনজন আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রাক্কালে বিজিবির হাতে তিনজন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বিজিবি জানায়, বর্তমানে করোনা ভাইরাস ই.১.৬১৭ ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধকল্পে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে অবৈধ গমনাগমন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবি এর পক্ষ হতে সীমান্তে সর্বদা কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র সদস্যরা পদ্মশাখরা বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ওই ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন। আটককৃতরা হলো সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া এলাকার মৃত শেখ নূর মোহাম্মদের ছেলে শেখ ইউসুফ আলী (৪৫), একই উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের হায়দার সরদারের ছেলে আজহারুল ইসলাম (২১) এবং রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২৪)।
৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আল মাহমুদ জানান, ২৮ এপ্রিল হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে সর্বমোট ৩৯জন বাংলাদেশী নাগরিক এবং ২জন মানবপাচারকারী আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। উল্লেখ্য, স্থানীয় পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে কোয়ারেন্টাইন সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
৩৩ বিজিবির অধিনায়ক আরও জানান, ইতোমধ্যে জেলা প্রশাসন ৫ জুন হতে ৭দিনের লক ডাউন ঘোষণা করেছেন। লক ডাউন চলাকালীন জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত নির্দেশাবলী সীমান্তবর্তী এলাকায় বাস্তবায়নের জন্য বিজিবি’র জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও, কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধকল্পে ‘সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার করা’ অবৈধভাবে সীমান্ত গমনাগমন না করা এবং কোভিড-১৯ এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইজিবাইক/ভ্যানযোগে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ গমনাগমন প্রতিরোধের মাধ্যমে সাতক্ষীরা ৩৩ বিজিবির সদস্যরা জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

The post করোনা প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত অবৈধভাবে দেশে ফেরা আরও তিনজন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3x16OkN

No comments:

Post a Comment