Thursday, June 3, 2021

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও টেকসই বাঁধের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন https://ift.tt/eA8V8J

বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সকল বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ সুরক্ষা নিশ্চিত করে খুলে দেওয়া এবং উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবিতে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। তিনি বলেন-করোনার অজুহাত দিয়ে বাংলাদেশে প্রায় ১৬ মাস সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা মাদক, মোবাইল অনলাইন গেমস এবং অশ্ল¬ীল ভিডিওতে আসক্তি হওয়ায় ছাত্রসমাজ আজ দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে উপণীত হচ্ছে। তাদের কার্যক্রম নিয়ে অভিভাবকগণ দুশ্চিন্তায় ভুগছে। তাই অবিলম্বে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য দাবি জানান। সেই সাথে উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সকল সহযোগী সংগঠনের সাতক্ষীরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। মানববন্ধনটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সেক্রেটারী ডা: কাজী ওয়েজ কুরণী। প্রেসবিজ্ঞপ্তি

The post শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও টেকসই বাঁধের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fPLRDU

No comments:

Post a Comment