পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিস্টির দোকানে ঢুকে পড়েছে। দোকানের ভিতরে ঘুমানো মালিকের মা ও ছেলেসহ ১০-১২ জন বাস যাত্রী আহত হয়েছে। তারা পাইকগাছা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দূর্ঘটনায় মিস্টির দোকান ও বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কয়রা থেকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো-চ ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী নিয়ে রিজার্ভ বরিশাল যাচ্ছিল। প্রতিমধ্যে রাত সাড়ে ১২টায় পাইকগাছার নতুন বাজার মোড়ে পৌছিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তন্ময় সুইট নামক মিস্টির দোকানের ভিতরে ঢুকে যায়। এ সময় বাসের ১০-১২ জন যাত্রীসহ দোকানের ভিতরে ঘুমানো মালিকের মা ও ছেলে আহত হয়। বাসের চালকও হেলপার পালিয়ে যায়। তন্ময় সুইট এর মালিক কনেক অধিকারী জানান, তার দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয় বাস মালিক কর্তৃপক্ষ ও দোকান মালিকের মধ্যে একটি সমঝোতা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি দোকান থেকে বের করার প্রক্রিয়া চললে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন।
The post নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মিষ্টির দোকানে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ib053w
No comments:
Post a Comment