নিজস্ব প্রতিনিধি: করোনা প্রতিরোধে জনসচেতনতায় কলারোয়ার চন্দনপুর ও হেলাতলা ইউনিয়নে পিস ক্লাবের উদ্যোগে প্রচারণা মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুন) উপজেলার চন্দনপুর ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে ইউনিয়ন ব্যাপি উগ্রবাদ ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি মাইকিং করা হয়।
‘ভাইরাস নয়, সম্প্রীতি ছড়াই’-প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগিতায় ওই কার্যক্রম পরিচালিত হয়। চন্দনপুর ইউনিয়নে মাইকিং কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এ সময় উপস্থিত ছিলেন পিস ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম সহ অন্য সদস্যরা।
এদিকে, অনুরূপভাবে বুধবার (২৩জুন) হেলাতলা ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে মাইকিং করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহরাব হোসেন, পিস ক্লাবের সভাপতি আক্তারুল ইসলাম, সহ-সভাপতি ইকবাল হোসেনসহ অন্য সদস্যরা।
The post করোনারোধে জনসচেতনতায় কলারোয়ার চন্দনপুর ও হেলাতলা ইউনিয়নে পিস ক্লাবের প্রচারণা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3j8Y88r
No comments:
Post a Comment