আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী চরে ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শুক্রবার বিকালে তিনি এ ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে এবিএম মোস্তাকিম বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের তাÐবে আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী চরের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্ল¬াবিত হয়ে প্রায় ১৩০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং শতশত মৎস্য ঘের প্ল¬াবিত হয়েছে। ইতোমধ্যে এই ভাঙন কবলিত চরের মানুষের জন্য সহকারী খাদ্য সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ডালসহ অন্যান্য খাবারের ব্যবস্থা করেছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বানভাসি মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
The post আশাশুনির মানিকখালী চরের ভাঙন কবলিত বাঁধ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vUjauP
No comments:
Post a Comment