Sunday, June 6, 2021

সাতক্ষীরায় লকডাউনের দ্বিতীয় দিন আজ, ২৪ ঘন্টায় আরো ৫০ করোনা পজিটিভ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: করোনা সংক্রমনরোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় আজ চলছে লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত ৮ ঘন্টার জন্য খোলা রয়েছে ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বানিজ্য।

গত শনিবার থেকে সাতদিনের জন্য শুরু হয়েছে এ লকডাউন। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশচেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা শনিবার কুশখালি সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় দুই নারীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

The post সাতক্ষীরায় লকডাউনের দ্বিতীয় দিন আজ, ২৪ ঘন্টায় আরো ৫০ করোনা পজিটিভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fRYQ82

No comments:

Post a Comment