শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাছারী ব্রীজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তিনি হাওয়ালভাঙ্গী গ্রামের নূর আলী গাজীর পুত্র। এ ঘটনায় ৩জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় আনিচ জানান, বিকালের দিকে মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে কাছারী ব্রিজ নামক স্থানে ইট ভর্তি টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় কামরুল। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: হাইকুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করলে পথিমধ্যে কুলিয়া ব্রীজ নামক স্থানে কামরুল ইসলামের মৃত্যু হয়। আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সালেহ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
The post শ্যামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34G4G5T
No comments:
Post a Comment