আশাশুনি ব্যুরো: আশাশুনির বেউলায় বিক্রয়কৃত সম্পত্তি পুনরায় জবর দখল করার ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছেন ক্রয়সূত্রে ভোগ দখলীয় সম্পত্তির মালিকগণ। ওই গ্রামের ভূক্তভোগী সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম জানান, উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের ঈমান আলী সরদারের মৃতান্তে দু’স্ত্রীর সন্তানরা ওয়ারেশ থাকেন। এসব ওয়ারেশদের মধ্যে বেউলা মৌজায় আরএস ৮৬৯ ও ৫১৭ নং খতিয়ানে হাল ৩৩৯৪, ৩৩৯৫, ৩৪১৮ সহ বিভিন্ন দাগে ওই গ্রামের কেরামত আলী সরদার ও তার স্ত্রী-পুত্রদের নামে ভিন্ন ভিন্ন দলিলে মোট সাড়ে ৭৮শতক জমি ক্রয় করেছেন। ঈমান আলী সরদরের মৃতান্তে তার ওয়ারেশ স্ত্রী, পুত্র ও কন্যাদের নিকট থেকে উল্লেখিত আরএস খতিয়ানের সম্পত্তি হতে ৪৮০৬/৯৩, ১৬৭/৯৫, ২৩৮২/৯৯, ২৭৩৩/০৭, ৫৮৯/১৩ ও ১৫৯০/১৫ নং দলিল মূলে সাড়ে ৭৮ শতক সম্পত্তি ক্রয় করেন ওই গ্রামের কেরামত আলী সরদার ও তার স্ত্রী-পুত্ররা। ক্রয় করার পর থেকে দাতাগন তাদের ভোগ দখলীয় সম্পত্তি থেকে বিক্রিত মতে গ্রহিতাগণের মৌখিকভাবে জমির দখল বুঝে দেন। সে থেকে কেরামত আলী সরদার ও তার পরিবার শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রয়েছেন। কিন্তু, এলাকার কিছু কুচক্রী মহলের পরামর্শে দাতাগন বিক্রিত সম্পত্তির ফাকফোকড় খুঁজে বেদখল বা জবর দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। স্থানীয় চৌকিদার বাবলুর প্রত্যক্ষ সহযোগিতায় দাতাগণ কর্তৃক আদালত, থানা, এসপি অফিসসহ বিভিন্ন মহলে আবেদন, অভিযোগ, তদবীর অব্যাহত রেখেছেন। ফলে বর্তমানে ভোগ দখলে থাকা কেরামত আলী সরদারের পুত্র সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামসহ তার পরিবার দারুণভাবে হতাশাগ্রস্ত ও দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে ভূক্তভোগী সেলিম রেজাসহ তার পরিবার প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
The post আশাশুনির বেউলায় বিক্রয়কৃত সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pmYEk7
No comments:
Post a Comment