বেনাপোল (যশোর) প্রতিনিধি: আবারও প্রমান হলো বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। মুক্তিযুদ্ধে যে সাহায্য সহযোগিতা দিয়ে শুরু হয়েছিল দু’দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আজও সেটা রয়েছে অক্ষুণœ। বন্ধু প্রতিম রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য স¤প্রীতির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বঙ্গপাধ্যায়কে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠালেন দেশিয় প্রজাতির ২৬০০কেজি সুমিষ্ট হাড়িভাংগা আম। রবিবার দুপুরে বাংলাদেশের পক্ষে ভারতে কলিকাতাস্থ উপ-হাইকশিনের রাজনৈতিক প্রথম সচিব সামিমুল কাদের সীমান্তের জিরোলাইনে কভাডভ্যান বোঝাই আমের চালানটি গ্রহণ করেন। তিনি ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চালানটি হস্তান্তর করবেন। পাঠানো হবে দিল্লীতেও।
এসময় সীমান্তের নো ম্যান্সল্যান্ডে দু’দেশের বন্দর কাষ্টমসহ বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যেও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে করে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করেন উভয় দেশের কর্মকর্তারা।
রংপুর থেকে এ্যাগ্রো কেমিক্যাল এজেন্সি মাধ্যমে কাভর্ড ভ্যানে ২৬০ কাটুন ২৬০০ কেজি আম বাংলাদেশ নোমাসল্যান্ডে পৌছালে দু’দেশের বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষ কাগজপত্র কার্যাদি সম্পন্ন করে উভয় দেশের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ উপহার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে উপ হাইকমিশনের রাজনৈতিক-প্রথম সচিব সামিমুল কাদের, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাষ্টমসের অতিরিক্ত কশিশনার অনুপম চাকমা-বন্দর উপ পরিচালক মামুন তরফদার, ভারতের পেট্টাপোল বন্দরের পরিচালক-কমলেশ সিনহা-নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান-উপজেলা নির্বাহী কর্মকতা মীর আলিফ রেজা, ওসি মামুন থান প্রমুখ।
The post ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ২৬০০ কেজি হাড়িভাংগা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wgjeoh
No comments:
Post a Comment