কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন নামক বে-সরকারি ক্লিনিকের বিরুদ্ধে এক করোনা রোগীর কাছ থেকে চিকিৎসার নামে অর্ধ-লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী রোগীর বাড়ি পরিদর্শন করে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। রোগীর পরিবার ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া গ্রামের শ্রীপদ রং এর ছেলে সহদেব রং গত ২৬ জুন জ¦র, ঠান্ডা ও হালকা বুকে ব্যথা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল গেট সংলগ্ন বে-সরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়ে ডা: শেখ ফয়সাল আহমেদের অধীনে চিকিৎসারত ছিলেন। এরপর ক্লিনিকের টেস্টে সহদেবের করোনা পজেটিভ রিপোট দেন ক্লিনিক কর্তৃপক্ষ। তিনদিন চিকিৎসা শেষে ৩০ জুন রোগীকে রিলিজ দিয়ে রোগীর স্বজনদের হাতে বাড়িতে চিকিৎসার জন্য ব্যবস্থাপত্র ও সাতান্ন হাজার সাতশত টাকার বিল ধরিয়ে দেন ক্লিনিক কর্তৃপক্ষ। রোগীর পরিবার অত্যন্ত গরীব-অসহায় হওয়ায় স্থানীয় ইউপি সদস্য প্রেম কুমার সরকার ক্লিনিক কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করে এক চল্লিশ হাজার টাকা পরিশোধ করে, রোগীর রিলিজ করে বাড়ি নিয়ে আসেন। এছাড়া ক্লিনিক বিলের বাইরে অনান্য টেষ্ট ও ঔষধ বাবদ অতিরিক্ত প্রায় ৩৫ হাজার টাকা খরচ করতে হয়েছে বলে রোগীর স্বজনরা জানান। ২ জুলাই হঠাৎ করোনা আক্রান্ত সহদেবের শ^াস কষ্ট শুরু হলে বিষয়টি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফাকে জানালে তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সহদেবের বাড়ি হাজির হয়ে তাকে অক্সিজেন দেন। এ সময় জেলা পরিষদ সদস্য আলফা হার্ড ফাউন্ডেশনের অর্ধ-লক্ষাধিক টাকার বিলের কথা শুনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। সাথে সাথে এই দু:সময়ে রোগীদের চিকিৎসার ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এসব গলা কাটা ক্লিনিকের বিরুদ্ধে অতিদ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান জেলা প্রশাসনের কাছে। এ ব্যাপারে হার্ড ফাউন্ডেশনের ডা: শেখ ফয়সাল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
The post সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qGn74L
No comments:
Post a Comment