Sunday, July 4, 2021

কলারোয়ায় করোনার পজিটিভ প্রচার দিয়ে তড়িঘরি করে লাশ দাফনের অভিযোগ: তদন্তের দাবী এলাকাবাসীর https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামের এক ব্যক্তির করোনায় পজিটিভ হয়েছে মর্মে প্রচার দিয়ে লাশ দাফনের অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে। আজগর আলী ওই গ্রামের শেখ জালালের ছেলে। সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজগর আলী বিয়ে করেন যশোরে। বছর খানিক আগে তিনি তার বৌ-ছেলের কথা শুনে ১৬শতক জমি বিক্রয় করেন সাড়ে ১৩ লাখ টাকায় ওই এলাকার তাজমির আলমের কাছে। একই সময়ে অন্য আরেক জায়গার জমি বিক্রয় করে মোট ২০লাখ টাকা তুলে দেন ছেলে ও বৌয়ের হাতে। এর পরে তারা যশোর চলে যান। ছেলে মামুন যশোর জেলার মধ্যে একটি রেস্টুরেন্টের দোকান দেন। সেখান থেকে এক বছর পরে স্বপরিবারে গ্রামের বাড়িতে চলে আসেন তারা। তিনি এর আগে একটি ইটভাটায় ও বেনাপোলে কাজ করতেন। করোনা কালিন সময়ে তিনি একটু অসুস্থ্য হয়ে পড়েন। যশোর কুইন্স হাসপাতালে করোনা রিপোর্টে পজিটিভ আসে। সেখানে একদিন থাকার পরে বাড়িতে চলে আসেন। আর সেই থেকে ১৫/২০ দিন গোপনে তিনি বাড়ীতে চিকিৎসা নিচ্ছেলেন। কিন্তু সে সময় বাড়ির ছেলে ও বৌ এলাকাবাসীকে আজগর আলীর বিষয়ে কাউকে কিছু না বলে বাগআঁচড়া, কলারোয়া বাজার ও কাজিরহাট এলাকায় ঘরে বেড়িয়েছেন। এর মধ্যে আজগর আলী সুস্থ হয়ে উঠলে তার ক্ষুধা বেড়ে যায়। রাতেও ২-৩ বার খেতে হয় তার। কিন্তু এতে ছেলে ও বৌ আজগর আলীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রায় সময় আজগর আলীর ভাত খাওয়া নিয়ে ঝগড়া হতো। এমনকি ঝাটা ও জুতা দিয়ে পিটানো হতো আজগর আলীকে। ঘটনার দুই দিন আগে থেকে আজগর আলীকে ভাত দেয়া বন্ধ করে দেয়া হয়। শুক্রবার রাতে আজগর আলী ভাত খেতে চাইলে বৌ বলে তুই মরে যেতে পারিশনি বলে ঝাটা দিয়ে পিটায়। ওই দিন রাতে আজগর আলী কষ্টে-অভিমানে বাড়ি থেকে নাইলনের দড়ি নিয়ে বের হলেও তাকে আর খোজ করা হয়নি এমনকি এলাবাসীকে বিষয়টি ওই রাতে জানানো হয়নি। পরের দিন শনিবার সকালে লোক মুখে শোনে আজগর আলী প্রায় এক কিলো মিটার দূরে হাজী তবিবর রহমানের আম বাগানে গলায় রশি দিয়ে ঝুলছে। এবিষয়ে রোববার সকালের দিকে আজগর আলীর ছেলে মামুন বলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তার পিতা সুস্থ ছিলেন। করোনা রোগ ছিলো না তবে অন্য রোগের ঔষুধ খেতো। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ বলেন, আজগর আলী একজন ভাল মানুষ ছিলেন। তার বৌ ও ছেলেকে এলাকার কেউ ভাল চোখে দেখে না। তিনি শুনেছেন প্রায় সময় আজগর আলীর ভাত খাওয়া নিয়ে ছেলে ও বৌ নির্যাতন করতো। দীর্ঘদিন বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই ছিলো। করোনা পজিটিভ হয়ে সুস্থ হওয়ার পর থেকে সেই অশান্তির মাত্রা আরও বেড়ে যায়। ব্যবসায়ী শেখ নাজমুল হুসাইন বাবু বলেন, আজগর আলী তার সম্পর্কে চাচাতো ভাই হন। শনিবার সকালে হাজীর আম বাগানের সামনে দিয়ে তিনি পেয়ারার বাগানে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে কিছু লোক দাড়িয়ে থাকা দেখে তিনি এগিয়ে যান। সেখানে গিয়ে দেখে আজগর আলী আম গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলছে। সাথে সাথে তিনি গায়ে হাত দিয়ে দেখেন শরীর গরম রয়েছে। এসময় তিনি জানতেন না তার করোনায় পজিটিভ হয়েছে। তিনি আরও বলেন, ছেলে ও বৌয়ের নির্যাতনের কারণে আজগর আলীর গলায় রশি দিয়ে ঝুলে মরতে হয়েছে। রোববার সকাল পর্যন্ত আজগর আলীর পয়ের নতুন এক জোড়া লাল রঙের জুতা, গলায় দেয়া রশি ও একটি ব্যাগ ওই আমবগানের নিছে পড়ে থাকতে দেখা গেছে। তিনি সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। চাষী শেখ আব্দুল আহাদ বলেন-এভাবে আজগর আলী মরতে পারে না। তাকে প্রায় নির্যাতন করা হতো। সঠিক কথা বললে তিনি এলাকায় থাকতে পারবেন না। কৃষক শহিদুল ইসলাম ও জিয়াদ আলী বলেন-করোনার মিথা প্রচার দিয়ে তড়িঘড়ি করে আজগর আলীর লাশ দাফন করা হলো। আজগর আলীর অন্য ভাইদের কাছে শুনলে আসল ঘটনা ফাঁস হয়ে যাবে। উপজেলা সেবা টিমের সদস্যরা আজগর আলীর লাশ দাফন করেন। তাদের বলা হয়েছে করোনা রোগী তাই তারা লাশ দাফন করেছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল করিব জানান, স¤প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর আলী। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের আজগর আলীর যে করোনা রিপোর্টে পজিটিভ হয়েছে তা তার হাসপাতালে কোন নাম লিপিবদ্ধ নেই। সে কারণে তিনি কোন কিছুই বলতে পারবেন না। উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-সত্যি ঘটনা ধামা চাপা দিতে এই নাটক সাজানো হয়েছে। আজ শান্ত কলারোয়াকে অসান্ত করা হয়েছে। মিথ্যা প্রচার দিয়ে কলারোয়াবাসীকে আতংক সৃষ্টি করা হয়েছে। তিনি প্রকৃত ঘটনা উদঘটনের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে সকল সাংবাদিকদের প্রেস কনফারেন্স এর মাধ্য সত্য ঘটনা উদঘটনের জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে তিনি জানান।

The post কলারোয়ায় করোনার পজিটিভ প্রচার দিয়ে তড়িঘরি করে লাশ দাফনের অভিযোগ: তদন্তের দাবী এলাকাবাসীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jNIWhr

No comments:

Post a Comment