Sunday, July 4, 2021

দেবহাটায় করোনা প্রতিরোধে মতবিনিময় https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, জগন্নাথ মন্ডল, আলফাতুন নেছা, গ্রামপুলিশ আব্দুর রকিব। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই মিজান, ইউপি সদস্য হাফিজুর রহমান, আকবর আলী, আব্দুল করিম, মোনাজাত আলী, রেহানা ইসলাম, আরতী রানী ঘোষ, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিপক কুমার মন্ডল, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। পরে পারুলিয়া, হাদিপুর, কুলিয়াসহ বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং করা হয়। এসময় জনসাধারণকে ঘরে থাকথে এবং সুরক্ষার স্বার্থে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

The post দেবহাটায় করোনা প্রতিরোধে মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TrIvi3

No comments:

Post a Comment