পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি (এক সময়ের দরগাপুর ইউপি) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মোর্তাজুল হক আর নেই। রোববার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সদালাপি, সাদা মনের মানুষ ছিলেন মোর্তাজুল হক। এক সময়ের জাসদের তুখোড় নেতা ছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই জনপ্রতিনিধি।
রোববার বাদ জোহর গ্রামের বাড়ি কাদাকাটি সরদারবাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ কে এম মোর্তাজুল হক একজন সামাজিক মানুষ ছিলেন। ১৯৮৩ সালে তিনি আশাশুনির দরগাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার কথার মিষ্টতা তাকে জনপ্রিয় করে তোলে সব মহলে। তিনি মানুষকে অল্প সময়ের মধ্যে আপন করে নিতে পারতেন।
রাজশাহী বিশ্বিবিদ্যালয়ে লেখাপড়া করাকালীন সময়ে তিনি তুখোড় ছাত্র নেতা ছিলেন। জাসদ রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন সাবেক এই ছাত্রনেতা।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. এ কে এম শহীদউল্যাহ’র ছোট ভাই এবং জেলা আইনজীবী সিমিতির সাধারণ সম্পাদক আ ক ম রেজওয়ান উল্যাহ সবুজের বড় মামা ছিলেন এ কে এম মোর্তাজুল হক। তার মৃত্যুতে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজার নামাজে অসংখ্য মানুষ শরীক হন।
The post সাবেক ইউপি চেয়ারম্যান মোর্তাজুল হক আর নেই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/368Ygx0
No comments:
Post a Comment