Friday, July 2, 2021

অনিবন্ধিত প্রেম https://ift.tt/eA8V8J

আয়েশা মুন্নি
আমি ভুলে যেতে চেয়েছিলাম
সেই অপ্রাপ্ত প্রেমের প্রণয় উপাখ্যান,
অঙ্কুরেই যার ইতিকথা।
সেই কোন একদিন…
সহ¯্রাধিক সময় অতীতে
হাত ছুঁয়ে বলেছিলে, ভালোবাসি।
ভালোবাসা কি তখনো আমি বুঝিইনি।
বছরের পর বছর, তোমার আবেদন দেখেছি
আমাকে পাবার তীব্র আকাঙক্ষায়…

তারপর…
খোঁজহীন অনেকটা সময়
কালের গহ্বরে হারিয়েছে…
এখন তোমার পরিতৃপ্ত সংসার।
আধুনিকতার সোপান পথে
আবার হঠাৎ খুঁজে পেলে আমায়।
বাইরে থেকে বুঝা না গেলেও
তোমার ভেতরে চলছিল ঝড়ের তান্ডব,
খুব বুঝতে পেরেছিলাম আমি।

মাঝে গড়িয়েছে কিছু দিন
অবশেষে একটু সুযোগে চাইলে
একান্ত সময়…
তিন যুগের অতীত হয়েছে যে সময়
মেঘাক্রান্ত দৃষ্টি প্রসারিত করেও, আমার মুখে না উচ্চারিত হলো না।
যদিও ভেবে ছিলাম
আমাদের আর দেখা হবে না। অতঃপর, হাতেহাত
রেখে কাটানো কিছু সময়, জোড়াতালির অনিবন্ধিত প্রেম,
ইতিহাস হয়ে পড়ে রবে মনের গহীনে, অনন্ত পথের যাত্রায়।

 

The post অনিবন্ধিত প্রেম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yi7ItX

No comments:

Post a Comment